মনুষ্যত্ব প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা মনুষ্যত্ব প্রশ্ন উত্তর | Class 6th Bangla Monushatya Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Friday, 7 February 2025

মনুষ্যত্ব প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা মনুষ্যত্ব প্রশ্ন উত্তর | Class 6th Bangla Monushatya Question and Answer Madrasa (NCERT)


মনুষ্যত্ব 
প্রশ্ন উত্তর




👉(সোনার শরৎ প্রশ্ন উত্তর)


 ❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:


1. মানুষকে কথায় বড়ো না হয়ে কীসে বড়ো হওয়ার কথা কবি বলেছেন?

উত্তরঃ কাজে বড়ো হওয়ার কথা বলেছেন, সে তার শৌর্য বীর্যে ভরা মন নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেখাবে। সে তার অন্তরের প্রকৃত মনুষ্যত্বকে জাগিয়ে সোনার বাংলা গড়ে তুলবে।


2. অপমান এবং লাঞ্ছনা কীভাবে দমন হবে।

উত্তরঃ মানুষ তার কাজের মধ্য দিয়ে সে নিজেকে প্রতিষ্ঠা করবে। আর শক্তি সাহস সব কিছুকে লাগিয়ে দেবে মানুষ গড়ার কাজে। সে তার প্রকৃতি, মনুষ্যত্ব ও একতার বলে অপমান ও লাঞ্ছনাকে দমন করবে।


3. সোনার বাংলা কোন্ ছেলেদের হারিয়েছে?

উত্তরঃ প্রকৃত সোনার বাংলা তৈরি করতে গেলে তেজীয়ান ও বলিয়ান ছেলেদের দরকার, কেননা তারা তাদের তেজস্ব শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে সোনার বাংলা করতে। তাই কবি আশাহত হয়েছেন যে, এই সমস্ত তেজীয়ান ও বলিয়ান ছেলেরা হারিয়ে গেছে।


4. বাংলার রূপ সমুজ্জ্বল করতে কাদের কীভাবে গড়ে তোলার কথা কবি বলেছেন।

উত্তরঃ বাংলার রূপ সমুজ্জ্বল করতে কবি বীর শিশুদল গড়তে আহ্বান জানিয়েছেন। যাদের থাকবে শৌর্য, বীর্য এবং তেজস্বী মন। তারা তাদের অন্তরের মনুষ্যত্বকে জাগিয়ে লাঞ্ছনা, গঞ্জনাকে একতার বলে দমন করে বাংলার মুখ সমুজ্জ্বল করতে এগিয়ে আসবে।


❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:


1. আজ ---- বড়ো দুঃখ লয়ে প্রাণে।

উত্তরঃ লিখিতেছি।


2. দুইখানি ---- বিশ্বে সবারি সমান।

 উত্তরঃ বাহু।


3.  ---- আসিলে কাছে হবে আগুয়ান।

উত্তরঃ বিপদ।


❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:


1. তেমারা মানুষ হবে (তাহার/কাহার/যাহার) কল্যাণে?

উত্তরঃ কাহার।


2. (বাঙালি/গুজরাটি/মারাঠি) বোঝেনি তাহা এখন জীবনে।

উত্তরঃ বাঙালি।

No comments:

Post a Comment