❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:
1. আপন করিতে ----- বেড়াই যে মোরে করেছে পর।
উত্তরঃ কাঁদিয়া।
2. যে গেছে ---- আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
উত্তরঃ বুকেতে।
3. রঙিন ফুলের ----- ফুলমালঞ্চ ধরি
উত্তরঃ সোহাগ জড়ানো।
❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:
1. আমায় এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি (তার/কার/মোর) ঘর।
উত্তরঃ তার।
2. কাঁটা পেয়ে তারে (ফুল/কুল/মূল) করি দান সারাটি জনমভর।
উত্তরঃ ফুল।
3. কত ঠাঁই হতে কত কী যে (জানি/মানি/আনি), সাজাই নিরন্তর।
উত্তরঃ আনি।
❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
1. 'প্রতিদান' কবিতাটি কার লেখা? কে, কাকে, কী কী প্রতিদান দিতে চেয়েছেন?
উত্তরঃ 'প্রতিদান' কবিতাটি বাংলা সাহিত্যের বিখ্যাত পল্লিকবি জসিমউদ্দিনের লেখা।
যে সমস্ত মানুষরা সারাজীবন ধরে কবিকে আঘাত করেছে, কবির ঘর ভেঙেছে, কবির বুকে বিষভরা তির মেরেছে সে সমস্ত অত্যাচারিত মানুষদের ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রতিদান চেয়েছেন।
2. আমি তার কুল বাঁধি" বাঁধতে চেয়েছেন? কে কার কুল?
উত্তরঃ বিখ্যাত পল্লিকবি জসীমউদ্দিন নিজেই আল্লাহর প্রতি প্রার্থনা করে বলেছেন, যে তার ক্ষতি করেছে কবি তারই কুল বাঁধতে চেয়েছেন।
3. "আমি বাঁধি তার ঘর" বাঁধতে চেয়েছেন? কে, কার ঘর?
উত্তরঃ বিখ্যাত পল্লিকবি জসীমউদ্দিন নিজেই আল্লাহর প্রতি দোওয়া করার সময় বলেছেন, যে কবির ক্ষতি করে ঘর ভেঙেছে তিনি তারই ঘর বাঁধতে চেয়েছেন।
4. কে কার জন্য কেঁদে বেড়াতে চান?
উত্তরঃ পল্লিকবি জসীমউদ্দিনকে যে দূরে সরিয়ে দিয়ে পর করেছে তাকে আপন করার জন্য কবি কেঁদে বেড়াতে চান।
5. আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত না করে কবি সে সব 'প্রতিদান' দিতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ বিখ্যাত পল্লিকবি জসীমউদ্দিনকে যে আঘাত করেছে কবি তাকেই আপন করার জন্য কেঁদেছেন। যে তার ঘর ভেঙেছে কবি তারই ঘর বেঁধেছেন। যে কবির বুকে আঘাত করেছে তারই জন্য কবি কাঁদেন। যে কবিকে বিষে ভরা বাণ মেরেছেন তাকেই বুক ভরা গান কবি দিয়েছেন। যে মুখ দিয়ে কটুক্তি করেছে তাকে আপন করার জন্য কবি কেঁদে বেড়াতে চান।
No comments:
Post a Comment