আজিকার শিশু প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা আজিকার শিশু প্রশ্ন উত্তর | Class 6th Bangla Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Wednesday, 12 February 2025

আজিকার শিশু প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা আজিকার শিশু প্রশ্ন উত্তর | Class 6th Bangla Question and Answer Madrasa (NCERT)


আজিকার শিশু 
প্রশ্ন উত্তর 




👉(ব্ল্যাক মার্কেট প্রশ্ন উত্তর)


 ❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:


1. আমাদের যুগে আমরা যখন ---- পুতুল খেলা। 

উত্তরঃ খেলেছি।


2. পাতাল পুরীর ----- তোমরাশোনাও সব।

উত্তরঃ অজানা কাহিনি।


3. তোমরা আনিবে ফুল ও ---- পাখি ডাকা রাঙা ভোর।

উত্তরঃ ফল।


❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:


1. আমরা শুনেছি (এখানে/যেখানে/সেখানে) রয়েছে জিন, পরি, দেত, দানা।

উত্তরঃ সেখানে।


2. তোমাদের গানে (কলকল/ছলছল/জ্বলজ্বল) তানে উছলি উঠিবে নদী।

উত্তরঃ কলকল।


3. জগ্র করবে (মধুময়/ছন্দময়/দ্বন্দুময়) প্রাণে প্রাণে বাঁধি ডোর।

উত্তরঃ মধুময়।


❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:


1. কোন্ যুগে কবির জন্ম হয়েছিল?

উত্তরঃ কবির জন্ম ১৯১১ খ্রিস্টাব্দে। সেই সময় ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধিন।


2. নতুন যুগের শিশুদর কাছে কবির কী প্রত্যাশা?

উত্তরঃ নতুন যুগের শিশুদের কাছে কবির প্রত্যাশা তারা আকাশ থেকে আলকে বেঁধে এনে পৃথিবীর অন্ধকার দূর করবে, শস্য শ্যামল এই মাটিমার অঙ্গে শস্য ফলিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সবল দেহ মন তৈরি করবে। তাদের গানের কলকল তানে নদী উছলে উঠবে। তারা ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর আনবে এবং এই জগ্রকে মধুময় করবে।


3. কবি যে বয়সে 'পুতুল খেলা' করেছেন আজ সেই বয়সের শিশুরা কী করবে?

উত্তরঃ কবি যে বয়সে পুতুল খেলা করেছে আজকের শিশুরা সেই বয়সে শুধু পড়াশুনা করবে। কেননাদেশ, সময়, কালের অনেক পরিবর্তন হয়েছে। একসময় যে আকাশে শুধু ঘুড়ি উড়ত আজকে সেই আকাশে উড়ো জাহাজ উড়ছে। উত্তর মেরু দক্ষিণ মেরু আজ আর কল্পনার ভূত, পেতের জায়গা নয়। বরং তা আজ মানুষের আবিস্কারের ফসল। তাই আজকের শিশুর প্রতি কবির প্রত্যাশা, তারা অনেক এগিয়ে যাবে। নতুন নতুন জিনিস আবিস্কার করে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে।


No comments:

Post a Comment