সবার আমি ছাত্র প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা সবার আমি ছাত্র প্রশ্ন উত্তর | Class 6th Bangla Sobar Ami Chhatro Question and Answer Madrasa (NCERT) - Psycho Principal

Fresh Topics

Friday, 7 February 2025

সবার আমি ছাত্র প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড ষষ্ঠ শ্রেণী বাংলা সবার আমি ছাত্র প্রশ্ন উত্তর | Class 6th Bangla Sobar Ami Chhatro Question and Answer Madrasa (NCERT)


সবার আমি ছাত্র 
প্রশ্ন উত্তর




👉(প্রতিদান প্রশ্ন উত্তর )


 ❐ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো:


1. ---- হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইয়ে।

উত্তরঃ কর্মী।


2. চাঁদ শিখাল ----- মেদুর মধুর কথা বলতে।

উত্তরঃ হাসতে।


3. শ্যাম ---- সরসতা আমায় দিল ভিক্ষা।

উত্তরঃ বনানি


❐ সঠিক উত্তরটির পাশে (✔) টিক চিহ্ন দাও:


1. মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি (দীক্ষা/শিক্ষা/ভিক্ষা)।

উত্তরঃ শিক্ষা।


2. বোরনা তাহার সহজ (প্রাণে/গানে/দানে) গান জাগাল আমার প্রাণে।

উত্তরঃ গানে।


3. আইঙ্গিতে তার শিখায় (সাগর/পাহাড়/নদী), অন্তর হোক রত্ন আকর।

উত্তরঃ সাগর।


❐ সংক্ষিপ্ত প্রশ্নাবলি:


1.  'সবার আমি ছাত্র' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন আকাশ, বায়ু ও পাহড়ের কাছে কবি কি কি শিখেছেন?

উত্তরঃ 'সবার আমি ছাত্র' কবিতাটি একটি শিক্ষা ক্ষেত্রের অন্তর্গত। কবি পৃথিবীর নানা জিনিসের কাছ থেকে অনবরত শিক্ষা গ্রহণ করে চলেছে। আকাশের মতন উদার, বায়ুর কাছে কর্মী, পাহাড়ের মতন নীরবতা সহ্য করে চলার শিক্ষা তিনি পেয়েছেন। নিজের মনকে তিনি রত্ন- আকর হতে বলেছেন। নদীর মতন আপন বেগে চলার, মাটির মতন সহনশিলতা যেন তিনি এই পৃথিবীর কাছে আদায় করে নেয়। ঝরণার কলতান, সবুজ পাতার মতন সরল ভাব তিনি যেন এই পৃথিবী জোড়া পাঠশালায় ছাত্র হিসাবে শিখেছেন। তিনি সব সময় প্রকৃতির কাছে শিখেই চলেছেন। তাই কবি বোঝাতে চেয়েছেন যে তিনি, সবার ছাত্র।


2. সূর্য ও চাঁদ কবিকে কী শিক্ষা দেয়?

উত্তরঃ সূর্যের কাছ থেকে তেজ ও শৌর্য এবং চাঁদের কাছ থেকে মধুর কথা বলতে শিখেছেন কবি।


3. 'বিশ্বজোড়া পাঠশালা মোের' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন এই পৃথিবীকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তরঃ বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি বোঝাতে চেয়েছেন যে, এই পৃথিবীর প্রত্যেকটি প্রাকৃতিক বস্তু থেকে শিক্ষা নেওয়ার আছে। যেমন আকাশের কাছে উদার, বায়ুর কাছে কর্মী, পাহাড়ের কাছে মৌন মহান, এইভােব প্রত্যেকটি জিনিস থেকেই শিক্ষা নেওয়া যায় বলে কবি এই পৃথিবীকে পাঠশালার সঙ্গে তুলনা করেছেন।

No comments:

Post a Comment